“আর্ট অফ লিভিং কোর্সে আমার যোগদান – যা ঘটনা চক্রে দৈবাৎ ঘটে যাওয়া একটি ঘটনা মনে হয়েছিল, আজ তা দৈবের শ্রেষ্ঠ পরিকল্পনা বলে মনে হয়। আমি জীবনে সর্বদা নতুন নতুন অভিজ্ঞতার সন্ধান করেছি কিন্তু এই কোর্স আমাকে এক অর্থপূর্ণ জীবনের অভিজ্ঞতা দান করেছে।
মনের মধ্যে হাজারো প্রশ্ন এবং জীবনে লক্ষ লক্ষ নিরাপত্তার কামনা নিয়ে এই পথে আমার যাত্রা শুরু ১৯৯৯ সালে।
আমার উপর প্রদত্ত প্রত্যেকটি ভুমিকা এবং দায়িত্ব, আমাদের জীবনের বিকাশের পথে একটি দিশা নির্দেশক এবং আমি বলছি, জীবনের এই পরিবর্তন সত্যিই খুব দ্রুত ঘটছে, তার সর্বোত্তম সদ্ব্যবহার করা আমাদের ওপর নির্ভর করছে।
গুরুত্বাকর্ষণ, মাধ্যাকর্ষণ সূত্র হল আমার জন্যে আমার গুরুর আকর্ষণ। গুরুর প্রতিটি আকর্ষণ ছাড়া একজন শিষ্যের অস্তিত্ব কি করে থাকতে পারে? আমার অস্তিত্ব কেবল আমার গুরুর আলো, সৌরভ, সঙ্গীত এবং জ্ঞান সকল মানুষের কাছে পৌঁছে দেবার জন্য- নিঃশব্দে অসীমত্বকে সঞ্চারিত করার মাধ্যমে। গুরুত্বাকর্ষণ যা সার্বজনীন, তবুও কত একান্ত ব্যক্তিগত”।
আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধাসহ
স্বামী প্রবুদ্ধানন্দ